top of page

এই বই -এ প্রায় আশি কোটি গ্রামবাসী ভারতীয়ের  প্রত্যক্ষভাবে  সমৃদ্ধ হবার সমাজ প্রকৌশল নিয়ে আলোচনা করেছি। যার মূল কথা, জিনিস পাও, কম বাজার করে, বেশি বদল করে। গ্রামকে  বাঁচতে দাও বেশিটা তার সহযোগিতার স্বধর্মে। শহরের প্রতিযোগিতা-সর্বস্ব আরোপিত পরধর্মে নয়। অন্যেরা এই আলোচনায় অংশগ্রহণ করে গ্রহণ-বর্জনের মধ্যে দিয়ে একসঙ্গে চিন্তা ও কাজ করতে-করতে অগ্রসর হলে  গ্রাম-বিশ্বের নবজাগরণ ঘটবে বলে বিশ্বাস করি। এইভাবে একসঙ্গে কাজ করতে গিয়ে জীবন ও অর্থনীতি মিলবে একদিকে। আর এক দিকে, অর্থনীতির খুঁটিনাটি বিষয় আগামী দিনে কর্মী ও ভাবুক উভয়ের যোগে, যথোপযুক্ত মানুষের হাতে ক্রমশ পুষ্ট হতে থাকবে নতুন করে। যার ফলে হয়তো-বা সভ্যতার একেবারে অচল হয়ে পড়বার আগেই, তার চলার জন্যে পায়ের মাপেই জুতো হতে থাকবে, উল্টোটা নয়।

পরিবেশ স্বরোজগার ও কৃষি সুরক্ষায় সমাজের ত্রিবেণী সাধনা

₹500.00Price

    FOLLOW ME

    • Facebook Classic

    © 2025 by Jyotirmoy Goswami. 

    bottom of page